কি কারণে লালকার্ড দেখলেন বার্সা কোচ?

0
103

বৃহস্পতিবার রাতে তুলনামূলক পুচকে ক্লাব কাদিজের বিপক্ষে গোল্যশূন্যতে ড্র করার দিনে একসঙ্গে লালকার্ড দেখেছেন বার্সেলোনার দুই সদস্য। একই ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখার কারণে মাঠ থেকে বিদায় নেন ডাচ তারকা ফুটবলার ডি ইয়াং। অন্যদিকে ডাগআউটে লালকার্ড দেখেছেন কোচ রোনাল্ড কোমানও।

ম্যাচের ৬৫তম মিনিটে বল দখল করতে গিয়ে আলফিনসো এস্পিনোকে ফাউল করে বসেন ডি ইয়াং, দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কোম্যানকে ডাগআউট থেকে বের করে দেন রেফারি। ওই সময় মাঠে একসঙ্গে দুটি বল ছিল। সার্জিও বুশকেটস তা মাঠের বাইরে পাঠাতে চাইলেও কাদিজ খেলোয়াড়ের গায়ে লাগে। তাকে হলুদ কার্ড দেখান রেফারি, তার প্রতিবাদ করতে গিয়েই লাল কার্ড পান কোমান।

এমন সিদ্ধান্তে বেশ চটেছেন বার্সা কোচ। ম্যাচ শেষে বার্সা টিভিতে তিনি বলেন, ‘তারা আমাকে নার্ভাসনেসের কারণে লাল কার্ড দেখায়নি। তারা আমাকে বের করেছে কারণ আমি রেফারিকে বলছিলাম যে মাঠে দুইটা বল চলে এসেছে, খেলা বন্ধ করা উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘এই দেশে (স্পেনে) তারা কিছু না করতেই আপনাকে (লাল কার্ড দেখিয়ে) বের করে দেয়। আমি জিজ্ঞেস করলাম কেনো? সে (রেফারি) বললো, “এটিচ্যুড! এটিচ্যুড!” যাই হোক আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না।’