রাজশাহীতে আরও ১৮ করোনা রোগী শনাক্ত

0
104

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ ১১ জন আছেন রাজশাহী মহানগরীতে। বাকিরা বিভিন্ন উপজেলায়। বুধবার (১৬ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

নমুনা পরীক্ষা শেষে রাত আড়াইটায় রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

নগরীতে নতুন শনাক্ত করোনা রোগীরা হলেন- নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম (৩৮), ১৪ নম্বর ওয়ার্ডের আহমেদ আলী মোল্লা (৭০), ১৩ নম্বর ওয়ার্ডের ফারজানা আতিকা (১৫), কামরুজ্জামান খান (৫০), সাফিয়া বেগম (৬৫), ফরিদা ইয়াসমিন জলি (৪৭), রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবীর (৪৯), হামিদুল ইসলাম (৩০) ও খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন মামুনুর রশীদ (৩৯), রাশেদুল ইসলাম (৪০) এবং রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সুমেল (৩০)। এদের মধ্যে রাশেদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। অন্য সাত করোনা রোগী হলেন- রাজশাহীর পবা উপজেলার হাসিবর রহমান (২৩), অনু (২২), পুঠিয়ার রুনা (২৭), দুর্গাপুরের রেজাউল (২৮) এবং মোহনপুরের নয়ন (৩৭), মুস্তাকিম (৪০) এবং মশিউর (২৮)।

এদিকে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, জেলা ও মহানগরে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে নগরীতে আক্রান্তের সংখ্যা ৬৯ জন।

এর বাইরে জেলার বাঘা উপজেলায় ১২, চারঘাটে ১৪, পুঠিয়ায় ১২, দুর্গাপুরে ৬, বাগমারায় ১২, মোহনপুরে ২১, তানোরে ১৭, পবায় ১২ এবং গোদাগাড়ীতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মোট ৫২ জন করোনা জয় করেছেন। তিনজন মারা গেছেন। এখনও চিকিৎসাধীন ১২১ জন।