সরিষাবাড়ীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

0
91

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে শিবজালে মাছ ধরতে পড়ে গিয়ে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী রাকিব হাসান(১৬)নিখোঁজের ২৭ ঘণ্টা পর  বৃহস্পতিবার বিকাল ৫টার সময় লাশ নদীতে ভেসে উঠার খবর পাওয়া গেছে।নিখোঁজ শিক্ষার্থী পৌর এলাকার ইজারাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে বলে জানা যায়।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌরসভার ইজারাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষা
শিক্ষার্থী রাকিব হাসান গত বুধবার(১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাড়ির পাশে ঝিনাই নদীতে শিবজালে মাছ ধরতে যায়। শিবজালের টং থেকে নদীতে পড়ে সে আর ওঠে আসেনি।

পরে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের লোকজন খবর পেয়ে নদীর পানিতে খুঁজে পায়নি।পরে বুধবার বিকেল ৫টায় ঝিনাই নদীতে জামালপুর ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ৩ ঘণ্টা পরিশ্রম করে উদ্ধার করতে ব্যর্থ হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দলের দলনেতা ইদ্রিস আলীর নেতৃত্বে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখার ২৭ ঘণ্টার মাথায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।