শ্রীনগরে পোনা মাছ অবমুক্তকরণ

0
87

আরিফুল ইসলাম শ্যামল: “বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সমানে রেখে, মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০২১-২২ অর্থ বছরে সরকারি রাজস্ব অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর/জলাশয়ে রুই জাতীয় পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ইউএনও প্রণব কুমার ঘোষ এর বাস ভবনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্যে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার মো. সজিব আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার একেএম মো. মনিরুল আলম, সরকারি শিশু পরিবার (বালক) উপ-তত্বাবধায়ক মো. আনিছুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।

দিনব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার ষোলঘর, কুকুটিয়া, রাঢ়িখালসহ বিভিন্ন স্থানে সরকারি খাল ও জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।