দেশজুড়ে

উল্লাপাড়ায় আলিমুদ্দীন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলিমুদ্দিন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উল্লাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধনের আয়োজন করে প্রতিবাদী গ্রামবাসি। মানববন্ধন শেষে পৌর শহরের প্রধান প্রধান সড়কে মৌন মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আসামিদের দৃষ্টান্তমুলক শান্তির প্রতিবাদে গ্রামবাসির পক্ষে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন খোকন, নাজমুল হুদা নান্নু, সুলতান মাহমুদ সহ আরো অনেকে। বক্তারা বলেন, হত্যা মামলা দায়েরের প্রথম দিন মাত্র দুই জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও কেন, আর কোন আসামি গ্রেপ্তার হচ্ছে না। এই হত্যা মামলায় পুলিশ বাদীকে আশানুরুপ আইনি সহযোগিতা দিচ্ছেন না বলে তারা মানববন্ধনে অভিযোগ করেন। তারা দ্রুত বাকী আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

গত ১৮ আগষ্ট উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা গ্রামের মৃত সামছুল হক প্রামাণিকের ছেলে আলিমুদ্দিন (৪৫) এর বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশি আসামিদের লোহার রডের আঘাতে গুরুতর হন তিনি। ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ আগষ্ট তিনি মারা যান। নিহতের বড় ভাই আবু সালেক বাদী হয়ে হত্যার সহিত জড়িত ১২ জনকে আসামি করে একই দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button