শরীয়তপুরে করোনায় আক্রান্ত রোগী নিখোঁজ

0
156

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাটের করোনায় আক্রান্ত এক ব্যাক্তি নিখোঁজ।তার পরিবারের সদস্যরা জানান তিন দিন ধরে তিনি বাড়িতে নেই।

সোমবার (৪মে) দুপুরে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে বলেন, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার করোনা আক্রান্ত ঐ ব্যাক্তিকে খুজে পাচ্ছেনা প্রশাসন।

সোমবার (৪ মে) দুপুরে আইসিডিডিআর,বি থেকে ওই ব্যক্তির করোনার পজিটিভ রিপোর্ট পেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।

গত শুক্রবার (১ মে) তার নমুনা সংগ্রহ করে আইসিডিডিআর,বি-তে পাঠানো হয়। তখন তাকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ওই বাড়ির আশপাশের ১৫ বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পলাতক করোনা আক্রান্ত ওই আসামিকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

এছাড়া, গোসাইরহাটে আক্রান্ত আরও এক নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকার বাসার গৃহকর্মী। আক্রান্ত নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. আব্দুর রশিদ।