আজ সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহাজানের ৮তম মৃত্যু বার্ষিকী

0
135

ইয়ামিন হোসেন, ভোলা : গরীবের বন্ধু নামে পরিচিতো দক্ষিণ অঞ্চলে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহাজান এর আজ ৮তম মৃত্যু বার্ষিকী।

মোশারেফ হোসেন শাজাহান ২০১২ সালের ৫ই মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি স্ত্রী এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মোশারেফ হোসেন শাহাজান ভোলা থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ধর্মপ্রতিমন্ত্রী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ছিলেন।
তিনি ১৯৩৯ সালে ১৯শে সেপ্টেম্বর ভোলার ঐতিহ্যবাহী মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন বাবা আলতাজের রহমান তালুকদার ও মাতা মাসুমা খাতুন তিন ভাইয়ের মধ্যে তিনি প্রথম।

ভোলা জেলার বিএনপি সভাপতি মরহুমের ছোট ভাই আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও মরহুমের একমাত্র ছেলে সদর থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ বাংলাদেশের খবর কে জানান প্রতি বছর আমরা তার মৃত্যু বার্ষিকীতে নানা আয়োজন করে আসছি।কিন্তু এবছর কোভিড ১৯ করোনা ভাইরাস। এ ভাইরাসে আতংকিত পুরো বিশ্ব। তাই ৫ মে তার ৮ম মৃত্যু বার্ষিকীতে বড় আকারে পালন হচ্ছেনা বিভিন্ন মসজিদে মিলাদ, দোয়া খতম করানো হবে।

পরিবারের এবং ভোলাবাসীর একটাই প্রত্যাশা মহান আল্লাহ যেন এই মানুষটিকে জান্নাতের প্রসংশিত স্থান দান করেন ।