গাইবান্ধার সাঘাটায় আশ্রায়ন প্রকল্পের ২০টি ব্যারাকের চাবি হস্তান্তর

0
94

ছাদেকুল ইসলাম রুবেল. পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে গাইবান্ধার সাঘাটায় হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘকান্দি পূর্বপাড়া সিপি চরে নির্মিত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০টি ব্যারাক নির্মাণ কাজ শেষে উপজেলা প্রশাসনের কাছে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ৬৬ পদাতিক ডিভিশনের অধিনাস্তত ৭২ ব্রিগেডের ৩৪ ই-বেঙ্গল (মেক)-এর সার্বিক ব্যবস্তাপনায় নির্মান কাজ শেষে। মেজর রাজিউর রহমান আনুষ্ঠানিক ভাবে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর কাছে এসব ব্যারাকের চাবি হস্তান্তর করেন।

এসময় উপস্তি ছিলেন সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ অন্যরা।

এ আশ্রয়ন প্রকল্পে ২০টি ইউনিটে ১০০টি সেমি পাকা ঘরে ১শত পরিবার বসবাস করতে পারবেন। যাদের জমি ও ঘড়-বাড়ি নেই সেই সব অসহায় দুস্থ্যদের এসব ঘড় দেয়া হবে।