দেশজুড়ে

বান্দরবানে কোয়ান্টাম কসমো স্কুল কর্তৃপক্ষের বিচার দাবি চেয়েছেন নিহত শ্রেয় পরিবার

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজে ৬ষ্ট শ্রেণীর ছাত্র মোঃ শ্রেয় মোস্তাফিজ (১২) এর মৃত্যুর দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার।

আজ ৮ সেপ্টেম্বর বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে কোয়ান্টাম কসমো স্কুল কর্তৃপক্ষের বিচারের দাবিতে ব্যানার হাতে প্রেসক্লাব চত্বরে অবস্থান করে নিহতের মা-বাবা ।

নিহতের পরিবার জানায় গত ৭ জুন স্কুলের পানির পাইপের ভিতর ঢুকে তাদের মেধাবী সন্তান মৃত্যুবরণ করে যার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। তারা আরো জানান স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পানির পাইপ পরিষ্কার করাতে গিয়ে দুর্ঘটনা ঘটে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা অস্বীকার করে। পরবর্তীতে নিরুপায় হয়ে তারা লামা থানায় একটি মামলা দায়ের করেন । কিন্তু তার কোন রেজাল্ট এখনো পাইনি ।

নিহতের মা ও বাবা জানান ভবিষ্যতে যাতে আর কারো বুকের মানিক এভাবে স্কুল কর্তৃপক্ষের ভুলের কারণে সুন্দর এই পৃথিবী থেকে চলে যেতে না হয় সেজন্য সকলকে সচেতন হবার আহবান জানান এবং যাদের জন্য তারা সন্তানকে হারিয়েছেন তাদের দ্রুত শাস্তি দাবি করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button