নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: শেখ ফজলে বারী


ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ ও বিপর্যস্ত। চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেল ও শাক-সবজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ আজ চরম বিপাকে। ব্যবসায়ীর নামে সিন্ডিকেট বাণিজ্যে জড়িতদের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই।
আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভোজ্যতেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে একদল মুনাফাখোর ও সিন্ডিকেট ব্যবসায়ী।
মহামারি করোনার ধকল কাঁটিয়ে উঠার চেষ্টায় যখন মানুষ কর্মক্ষেত্রে গমন শুরু করেছে, সে মুহুর্তে সরকারের উচিৎ ছিল কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করা। যাতে করে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত জনজীবন একটু স্বস্তির সাথে কাজ করে দু’মুঠো খাবার শান্তিতে খেতে পারে।
তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষদের জন্য টিসিবি’র মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় কার্যক্রম আরও ব্যপক করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারী মুনাফাখোর ও সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করে, মুনাফাখোর ও সিন্ডিকেটদের মজবুত বন্ধন ভেঙ্গে দিতে হবে।