দেশজুড়ে

মির্জাগঞ্জে ইলিশের দাম নাগালের বাইরে

মোঃ রনি খান, মির্জাগঞ্জ(পটুয়াখলী)থেকেঃ সুস্বাদু ইলিশ মাছ কেনার জন্য মানুষ মির্জাগঞ্জের বাজারে ভিড় জমালেও অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ ইলিশের স্বাদ গ্রহণ করতে হিমশিম খাচ্ছে। ওজন ভেদে ১ কেজি ইলিশ সাড়ে ৪০০ টাকা থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, জাটকা ধরনের ১০ ইঞ্চি ইলিশগুলো বিক্রি হচ্ছে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে। এসব ইলিশ সুস্বাদু নয় বলে ক্রেতারা এসব ইলিশ কিনতে চায় না। ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা । ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে আটশ থেকে ৯০০ টাকা। এক কেজি ২০০-৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা কেজি দরে। এসব ইলিশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে।

স্থানীয় কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, ইলিশের ছড়াছড়ি। ক্রেতারা দামও করছেন। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই হতাশ হয়ে ফিরছেন। কেজি ওজনের ইলিশ ১৩শ’ টাকা চাওয়া হচ্ছে। সুবিদখালী বাজারে ইলিশ কিনতে আসা এক ক্রেতা বললেন, পত্রপত্রিকায় খবর দেখে ইলিশ কিনতে এসেছিলাম। বাজারে এসে ভিন্ন চিত্র দেখছি।

অতিরিক্ত দামের কারণে ইলিশ কেনা সম্ভব নয়। উপজেলার ভয়াং এলাকার কয়েকজন জেলের সাথে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। মৎস্য অবতরণ ঘাটগুলোতে ইলিশের পাইকারী দাম কম। বাজারে তা দ্বিগুণ হয়ে যাচ্ছে। জেলেরা আরো বলেন, অথচ আমরা যারা রাতদিন নদীতে অবস্থান করে মাছ ধরি, তারা সঠিক দাম পাই না।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button