খেলাধুলা

হঠাৎ পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

বিশ্বকাপ স্কোয়াড দেয়ার দিনেই পদত্যাগের ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। পিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

মিসবাহ বলেছেন, ‘দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকায় আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। এই বিষয়টি বিবেচনা করে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’

ওয়াকার ইউনিস জানিয়েছেন , মিসবাহ সরে দাঁড়ানোর কারণেই তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ‘মিসবাহ ও আমি একইসঙ্গে কাজ নিয়েছিলাম, জুটি হয়ে কাজ করেছি এবং একইসঙ্গে পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’

এদিকে বিশ্বকাপের আগে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মিসবাহ-ওয়াকারের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button