গোপালপুরে জনভোগান্তি লাঘবে ব্যাক্তি উদ্যাগে আরো ২টি কাঁচা রাস্তা সংস্কার
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের, বাইশকাইল আটাপাড়া তালেবের মোড় থেকে গইজারপাড়া যাবার কাঁচা রাস্তা, বনমালী রাঘুববাড়ি সংলগ্ন কাঁচা রাস্তা বৃষ্টির কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় , জনভোগান্তি লাঘবে নিজ অর্থায়নে ২গাড়ি ইট ও বালু দিয়ে সংস্কার করে দেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল ইসলাম নুরু ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উক্ত সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি, এসময় তার সাথে ছিলেন চার নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর লতিফ, তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শেখ ফরিদ, চর চতিলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব কাজী জহির উদ্দিন বাবর, আঃ রহিম সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, মোঃ নুরুল ইসলাম নুরু নিজ উদ্যাগে বিভিন্ন রাস্তা সংস্কার ও জনসেবামূলক বিভিন্ন কাজে অংশ নিয়ে জনগনের ব্যাপক প্রসংসা কুড়িয়েছেন ।