খেলাধুলা

আরও একটি জয় উদযাপন করলো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি জয় উদযাপন করলো ব্রাজিল। কোপা আমেরিকার আগে টানা ছয় ম্যাচ জিতে শেষ করেছিল বাছাইয়ের যাত্রা। এবার বাছাই মিশনের নতুন যাত্রার শুরুতেও জয় অব্যাহত রাখলো তারা।

তবে প্রতিপক্ষ চিলির বিপক্ষে ১-০ গোলে জিতলেও ঘাম ঝরেছে ব্রাজিলের। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় বদলি হিসেবে নামা এভারটন রিভেইরোর একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্টের নিশ্চয়তা পেয়েছে সেলেসাওরা। চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের টানা সপ্তম জয়।

অন্যদিকে নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে ব্রাজিলের কঠিন পরীক্ষাই নিয়েছে চিলি। একের পর এক আক্রমণে ব্রাজিলকে চাপে রেখেছিল চিলি। তবে গোল পায়নি।

এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টি জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।

উল্লেখ্য, আগামী রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button