সাবেক প্রেসিডেন্ট প্রার্থী যাকানি হলেন তেহরানের মেয়র; স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন

0
93

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের নতুন মেয়র হিসেবে আজ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন আলী রেজা যাকানি।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ সংক্রান্ত নির্দেশনামায় সই করার পর তিনি আজ আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে স্বীকৃতি পান। এর আগে গত ৮ আগস্ট তেহরানের সিটি কাউন্সিলের ২১ সদস্যের মধ্যে ১৮ জনই তার পক্ষে রায় দেন। এরপর তিনি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন।

আলী রেজা যাকানি সংসদেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত জুনের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। এরপর নির্বাচনের দুদিন আগে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন যাকানি।

ইরানের শহরগুলোর মেয়রেরা সরাসরি ভোটে নির্বাচিত হন না। তাদেরকে নির্বাচিত করেন শহরের কাউন্সিলররা।

গত ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সিটি কাউন্সিলের ভোটগ্রহণও অনুষ্ঠিত হয়। রাজধানী তেহরানের সিটি কাউন্সিল নির্বাচনে রক্ষণশীল প্রার্থীরা বিজয়ী হন। তেহরান সিটি কাউন্সিলের সদস্য সংখ্যা হচ্ছে ২১। পার্সটুডে