কালিহাতীতে নদী ভাঙ্গন পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

0
116

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৩৪টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ (জিআর ক্যাশ) ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি করে চাল, ১ লিটার করে তেল, ১ কেজি করে লবণ, ১ কেজি করে মসুর ডাল, ১ টি করে সাবান, হাফ কেজি করে গুঁড়া সাবান ও ১ প্যাকেট করে বিস্কুট।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল বোস সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।