মহেশপুরে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত

0
81

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মো: আজাদ: ঝিনাইদহের মহেশপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা । মঙ্গলবার আরো এক যুবকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন করে আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার নেপা ইউপির সেজিয়া গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।

মহেশপুর হাসপাতালের ইউএচএন্ডএফপিও ডাঃ আঞ্জুমানারা বেগম জানান, গত ১২ তারিখে করোনা উপস্বর্গ নিয়ে সে মহেশপুর হাসপাতালের আইসলোয়েশনে চিকিৎসাধীন ছিল এবং ১২ তারিখে করোনা টেস্টের জন্য তার নমুন সংগ্রহ করে ল্যাবে টেস্টে পাঠানো হয়। মঙ্গলবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

তিনি আরও বলেন সে ঢাকা থেকে এসেছে। সেখান থেকে সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় তার বাড়িসহ সংস্পর্শে আশা ব্যাক্তিদের বাড়িও লক ডাউন করা হয়েছে।

উল্লেখ্যঃ ৯ জুন ঝিনাইদহ জেলায় ৪ জনের করোন পজেটিভ রিপোট আসে। এরমধ্যে মহেশপুরে একজন। মহেশপুরে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৪ জন চিকিৎসাধীন রয়েছে এবং ২জন সুস্থ্য হয়েছে।