পটুয়াখালী সদর হতে বন্যপ্রাণী “তক্ষক” পাচারকালে একজন আটক

0
103

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলা র‍্যাব ৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালী সদর হতে বন্যপ্রাণী “তক্ষক” পাচারকালে একজন আটক।

র‍্যাব ৮, সিপিসি-১( পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৬/০৬/২০২০ ইং তারিখ দুপুর আনুমানিক ০২ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন মধ্য ধারান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি বন্যপ্রাণী “তক্ষক” উদ্ধার করা হয়।

এসময় তক্ষক পাচারের অভিযোগে মোঃ সম্রাজ হাওলাদার(৩৫), পিতা-মোঃ আঃ মালেক হাওলাদার, সাং- মধ্য ধারান্দি, থানা- পটুয়াখালী সদর, জেলা -পটুয়াখালিকে আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত তক্ষক পাচারকারী মোঃ সম্রাজ হাওলাদার সংঘবদ্ধ তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে থাকেন।আটককৃত আসামিকে উদ্ধারকৃত তক্ষকসহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‍্যাব বাদি হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।