দেশজুড়ে

উল্লাপাড়ায় অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্টুনের ভীতর থেকে অজ্ঞাত নবজাতক এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া বাজার এলাকার আরিফ রাইচ মিলের পাশে কার্টুনের ভীতর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে উল্লাপাড়া মডেল থানায় পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাত ওই নবজাতক কন্যার শিশুর লাশ উদ্ধার করা হয় । ধারণা করা হচ্ছে রাতে শিশুটি জন্ম নেওয়ার পর সেখানে ফেলে রেখে গেছে।

এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের পর এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হবে ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button