জাগ্রত বাংলা’র প্রকাশক ও সম্পাদক সুমন ঘোষের পিতার চতুর্থ প্রয়াণ দিবস আজ


জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : জাগ্রতবাংলা ডটকম’র প্রকাশক ও সম্পাদক সুমন ঘোষের পিতা গৌর চন্দ্র ঘোষের চতুর্থতম মৃত্যুবার্ষিকী আজ। ২৫ আগস্ট (বুধবার) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নিজ বাড়িতে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও হরিসভা অনুষ্ঠিত হবে।
প্রয়াত গৌর চন্দ্র ঘোষ টাঙ্গাইল সদর উপজেলার বড়বাশালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি নেই, তবু তার শিক্ষার আলো ছড়ানোর স্বাক্ষী হয়ে রয়েছেন তাঁর হাতে গড়া কয়েক সহস্র কৃতি শিক্ষার্থী। শিক্ষকতার পেশার পূর্বে তিনি পুলিশে চাকুরীরত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ছিলেন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। ২০১৭ সালের ২৫ আগষ্ট ৭৪ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। পরলোকগমনকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গৌর চন্দ্র ঘোষের আত্মার শান্তিকল্পে সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন তার ছেলে সুমন ঘোষ ও সুব্রত ঘোষ।