দেশজুড়ে

মোরেলগঞ্জে ২৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫৫ পিস ইয়াবাসহ মোঃ সাব্বির আহমেদ হাওলাদার(২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রাম থেকে সাব্বিরকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। এসময় তার ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।

আটক মোঃ সাব্বির আহমেদ হাওলাদার মোড়েলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের সাইদুর রহমান হাওলাদারের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সাব্বিরকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button