জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি আমির হোসেনের মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ কনসালটেন্ট মেহেদি মাসুদ সমকালকে এ তথ্য জানান।

মেহেদি মাসুদ জানান, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আমির হোসেনের লাশ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে।

আমির হোসেন দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আজ বসবে না।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button