খেলাধুলা

রাতে দেশে ফিরছেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। আজ মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ঢাকায় ফিরে দলের সঙ্গে হোটেলে যোগ দিবেন তিনি।

বাংলাদেশ দল অবশ্য আজ সকালেই হোটেলে উঠে যাবে। হোটেলে তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষেই অনুশীলনের সুযোগ পাবেন সাকিব।

জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজ খেলে ছুটিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গিয়েছিলেন সাকিব। পরিবারের সান্নিধ্যে দুই সপ্তাহ কাটিয়ে হোম সিরিজ খেলতে আবারও ফিরে আসছেন তিনি। এ সিরিজের পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আরব আমিরাতে যাওয়ার কথা বাঁহাতি এ অলরাউন্ডারের।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button