দেশজুড়ে
হুইলচেয়ার পেয়ে খুশি অসচ্ছল মুক্তিযোদ্ধা


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা মো. আমীর আলীকে (৭০) হুইলচেয়ার উপহার দিয়েছেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুস ছাত্তার ( সাবেক কমান্ডার) ।
২৩ আগস্ট বেলা ১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপর হুইল চেয়ারটি মুক্তিযোদ্ধা আমীর আলী ও তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন মেয়র ছাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ এস এম মফিদুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার , ঈশ্বরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অলক ঘোষ ছোটন প্রমুখ।