দেশজুড়ে

সরিষাবাড়ীতে স্বামীর হাতে অন্ত:সত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শিল্পী আক্তার নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেটে আঘাত ও বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শওকতের বিরুদ্ধে। গত রবিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার বাউসি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি শওকত আলীর স্ত্রী। নিহত অন্তঃসত্ত্বা ওই নারীর পেটে আঘাতের চিহ্ন ও ডান হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত বৈদ্যুতিক ছেঁকার চিহ্ন দেখতে পাওয়া যায় বলে দাবি নিহতের পরিবারের।

নিহতের বাবা খলিলুর রহমান বলেন, বাউসি মধ্যপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শওকত আলীর সঙ্গে ২০১৩ সালে আমার মেয়ে শিল্পী আক্তারের গোপনে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়। রোজা খাতুন নামে ৪ বছর বয়সী তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে ২০১৯ সালে শওকত তার স্ত্রী শিল্পীকে তালাক দেয়।

আদালতে মামলা দায়ের হলে শওকত আলী হাজতবাস করে। পরে জামিনে এসে সে পুনরায় শিল্পী আক্তারকে বিয়ে করে। বিয়েতে কাবিন কম হলে ৩য় বার আবার নতুন করে কাবিনে বিয়ে হয়। কিন্তু তাদের মধ্যে পূর্বের মতোই কলহ চলছিল। প্রায়ই নির্যাতন করে বাড়ি পাঠিয়ে দিত তার স্বামী শওকত।

এদিকে গত রোববার সন্ধ্যায় শিল্পী আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রচার করে তার স্বামী। স্ত্রীকে পেটে আঘাত করে হত্যার পর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে প্রচার করেন বলে অভিযোগ নিহতের পরিবারের। বিষয়টি এলাকায় সন্দেহের সৃষ্টি হলে পুলিশ খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button