দেশজুড়ে

রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকের ৪ লক্ষ টাকা চুরি: রিমান্ডে স্বীকার

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকে দূর্ষর্ধ চুরির ঘটনায় গ্রেফতার ব্যাক্তি রিমান্ডে পুলিশের কাছে চুরির সত্যতা স্বীকার করেছে ৷ একই কায়দায় চুরি করতে গিয়ে সে সাতক্ষীরার তালা উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকে ধরা পড়েছে চোর ৷

মামলা এবং পুলিশ সূত্রে জানাযায়, গত ৮ মার্চ খুলনা জেলার পানিগাতি গ্রামের মোঃ হারুন খান এর পুত্র টিটন খান (৩০) রামপাল আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় অফিস থেকে অভিনব কায়দায় ৪ লক্ষ ১২ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় ৷ এই ঘটনায় ওই প্রতিষ্ঠানের মাঠ সহকারী মোঃ নূরুল আমিন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন ৷ তার ঠিক দুই মাস পরে একই পদ্ধতিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকে
চুরি করতে গিয়ে চোর ধরা পড়ে ৷ তখন পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোর সম্পর্কে নিশ্চত হয় ৷ এই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে রামপাল অফিস থেকে ব্যাগভর্তি ৪ লক্ষ টাকা চুরি করে সম্পূর্ণ টাকা খরচ করেছে মর্মে পুলিশের কাছে স্বীকার করেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ৷

রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সে একজন পেশাদার চোর ৷ তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক চুরি মামলা রয়েছে ৷ রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে রামপাল পল্লী সঞ্চয় ব্যাংক থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে ৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button