খেলাধুলা
ভিনিশিয়াসের জোড়া গোলে রক্ষা রিয়ালের
ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে হার এড়িয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার (২২ আগস্ট) এস্তাদিও কিউদাদ দি ভ্যালেন্সিয়ায় ড্র করেছে ৩-৩ গোলে।
ম্যাচের ৫ মিনিটে করিম বেনজেমার পাস থেকে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন গ্যারেথ বেল। বিরতির পরই লেভান্তেকে সমতায় ফেরান রজার মার্তি। ৫৭ মিনিটে কাম্পানার গোলে উল্টো লিড নেয় লেভান্তে।
৭৩ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস। ৭৯ মিনিটে রবারের গোলে আবার লিড নেয় লেভান্তে। ৮৫ মিনিটে ভিনিসিয়াস জোড়া পুরণ করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
অন্যম্যাচে এলচেকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরেয়া।