দেশজুড়ে

পুঠিয়ায় জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দোয়া মাহফিল

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের আয়োজনে আজ বিকেল তিন’টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান জিএমহিরা বাচ্চু’র সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন বাসার, উপজেলা চেয়ারম্যান জিএমহিরা বাচ্চু, সাজ্জাদ হোসেন মুকুল সহ আওয়ামীলীগের নতাবৃন্দ।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, বানেস্বর কলেজের অধ্যক্ষ্য একরামুল হক,এডভোকেট জমসেদ আলী, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল,জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম,ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবির হাসান,বানেস্বর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গাজী সুলতান,সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবশেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button