আন্তর্জাতিক

নাগরিকদের কাবুল বিমানবন্দরে যেতে নিষেধ করল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সতর্ক বার্তা দিয়েছে। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাবুল বিমানবন্দরে যেতে নিষেধ করা হয়েছে। কাবুলের মার্কিন দূতাবাস সিকিউরিটি অ্যালার্ট সংক্রান্ত বার্তায় বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমানবন্দরের বাইরে গেটে নিরপত্তার ঝুঁকি রয়েছে।

এতে বলা হয়, আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমানবন্দর এবং বিমানবন্দরের গেটে ভ্রমণ না করার নির্দেশ প্রদান করছি। তবে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিদের নির্দেশনা থাকলে ভ্রমণ করা যাবে। এছাড়া ওই বার্তাতে আফগানিস্তানে আটকে পড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রত্যার্পণ ফর্ম পূরণ করারও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার এক প্রকার বিনা যুদ্ধে কাবুল দখল করে তালেবান। এরপর হাজার হাজার আফগান নাগরিকসহ দেশটিতে অবস্থান করা বিদেশিরা কাবুল ছাড়তে বিমানবন্দরে ভিড় করেন।

তারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এতে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

গত রোববার থেকে এখন পর্যন্ত কাবুল বিমানবন্দরের ভেতরে ও আশপাশে ১২ জন নিহত হয়েছেন। তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলিবিদ্ধ ও পদদলিত হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button