দেশজুড়ে

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ১

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (২১ আগষ্ট) বিকালে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লিয়াকত বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় অবস্থান করেছে। এমন গোপন খবরে, পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button