বাগমারায় আ’লীগ নেতা বকুলের মায়ের মৃত্যুতে আব্দুস সালামের শোক
রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধিঃ বাগমারা গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক,উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রার্থী বকুল আলী খরাদীর মা আছিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২১শে আগস্ট শনিবার বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম প্রামাণিক।
তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আব্দুস সালাম প্রমানিক বলেন,আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধা বকুল আলী খরাদীর মায়ের মৃত্যু আমাকে গভীর ভাবে ব্যাথিত করেছে। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য,আজ (শনিবার) বিকেল ৫টায় বকুল খরাদীর নিজ বাস ভবনে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।