দেশজুড়ে

কালিহাতীতে ফেন্সিডিল বিক্রেতা গ্রেফতার

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাফৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার পূর্বাশুন্ডা এলাকার মৃত মুসা সিদ্দিকীর ছেলে সাইদুর সিদ্দিকী ওরফে কালু (৩২)। এসময় ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button