দেশজুড়ে

মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইশতিয়াক আহমেদ রনি (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল ১৯শে আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার দিকে গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রামগামী লেনে দড়ি বাউশিয়ায় এলাকায় মোটর সাইকেলটি একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

উল্লেখ্য, নিহত মোটর সাইকেল চালক ইশতিয়াক আহমেদ রনি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার নাড়াচৌ গ্রামের মৃত শাহ আলমের ছেলে। সে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button