দেশজুড়ে
শ্রীনগরে পানিকচু প্রদর্শনীর মাঠ দিবস


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পানিকচু প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।
শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার হাঁসাড়া এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে। মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
এ সময় কৃষির উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী উদ্যোগের বিষয় উপকারভোগী কৃষকদের সামনে তুলে ধরেন তিনি।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কন্দাল ফসল হিসাবে হাঁসাড়া এলাকায় পানিকচুর চাষ ও সম্ভাবনা সমন্ধে উপস্থিত কৃষকদের অবহিত করেন।