দেশজুড়ে

ঘাটাইল প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ ঘাটাইল প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের পিতা-মাতা এবং সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বকুলের সহধর্মিনীর মৃত্যুতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামীমুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হায়দার রহমান, বর্তমান সভাপতি মো.নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মো.নুরুজ্জামান মিঞা, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাংবাদিক সাজ্জাদ রহমান, আব্দুল্লা আল মাসুদ, আনোয়ার হোসেন বকুল, মো.মাসুম মিয়া, গোলাম মোস্তফা, রেজাউল করিম খান রাজু, মনোয়ার হোসেন সোহেল, বিষ্ণু প্রিয় দ্বীপ প্রমুখ।

উল্লেখ্য যে, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের পিতা সোহরাব আলী আকন্দ ও মাতা সুফিয়া খাতুন করোনা আক্রান্ত হয়ে সাড়ে ৫ ঘন্টার ব্যবধানে মারা যান। অপরদিকে সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বকুলের সহধর্মিনী সেলিনা বেগম মৃত্যুবরণ করেন ক্যান্সারে আক্রান্ত হয়ে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button