দেশজুড়ে
বিরামপুরে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
গতকাল (রবিবার) সকাল ১০ ঘটিকায় ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিরামপুর কার মাইক্রো বাস মালিক সমবায় সমিতির উদ্যোগে মাইক্রো স্টান কলাবাগান পাম্পের সামনে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয ।
কার মাইক্রোবাস মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিরামপুর প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট এস এম মাসুদ রানা, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বকুল সরকার। সহ-সভাপতি প্রভাষক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ আবদুস সোবহান, এছাড়াও অত্র কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত হয়।