দেশজুড়ে

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ রবিবার (১৫ আগস্ট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ্ আল- ফারুক (কমান্ড্যান্ট, পুলিশ সুপার) ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী, জনাব লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), নীলফামারী, জনাব এ.এস.এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল), নীলফামারী, জনাব মুহম্মদ মনিরুজ্জামান, শিক্ষানবিশ, সহকারী পুলিশ সুপার, নীলফামারী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার, নীলফামারী মহোদয় এর নেতৃত্বে জেলা পুলিশ, নীলফামারী বঙ্গবন্ধুর ম্যুরালে শহীদদের স্মরণে স্যালুট প্রদর্শন করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button