বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করেছেন জিয়া: হানিফ
পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে বিভক্ত করে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রোববার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতার ৫০ বছরের এসময়ে আমাদের মূল লক্ষ্য হবে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। এই ঐক্যবদ্ধ করার জন্য বঙ্গবন্ধু হত্যার পেছনে মূল চক্রান্তকারী হিসেবে জিয়াসহ যারা জড়িত ছিলেন তাদের মুখোশ উন্মোচন করা। এর মধ্যে দিয়ে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারেনা।
যদি তাদের রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারবো বলে উল্লেখ করেন তিনি।