দেশজুড়ে
ছাত্রলীগনেতা রিগেনের উদ্যোগে ১৫ আগস্টের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেনের উদ্যোগে ১৫ আগস্টের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বালিয়াপুকুর বড় বটতলায় এই আয়োজন করা হয়। এ সময় নগর ছাত্রলীগ এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।