রাতে নামছে মেসিবিহীন বার্সেলোনা
শুরু হয়েছে স্প্যানিশ লা-লিগার ২০২১-২২ মৌসুমের খেলা। নিজেদের উদ্বোধনী ম্যাচে আজ রাতে মাঠে নামছে জায়ান্ট ক্লাব বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সার অন্যান্য ফুটবলাররা নামলেও মাঠে দেখা যাবে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে।
চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আজ বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। মেসি না থাকায় বার্সার নেতৃত্ব দেবেন সার্জিও বুসকেটস।
সোসিয়েদাদের বিপক্ষে প্রায় পাঁচ বছর ধরে কোনো ম্যাচ হারে না বার্সেলোনা। সবশেষ ২০১৬ সালে সোসিয়েদাদের মাঠে ০-১ গোলে হেরেছিল তারা। ন্যু ক্যাম্পের হিসেব করলে ২৩ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা। সবশেষ ১৯৯৫ সালে ন্যু ক্যাম্প থেকে জয় নিয়ে ফিরেছিল সোসিয়েদাদ।
আজ রাতে স্প্যানিশ লা-লিগার আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবিলা করবে সেল্টা ভিগো। অন্য ম্যাচে রায়ো ভলকানোর মুখোমুখি হবে সেভিয়া।