রাজনীতি

খালেদা জিয়া দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতিক : মুস্তাফিজ

সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা ও হয়রানী মুলক মামলায় সাজা দিয়ে হয়রানী করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, খালেদা জিয়া জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতিক। বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমাদের প্রাণপণ জীবন বাজি রেখে লড়াই- সংগ্রাম করতে হবে। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।

বর্তমান সরকারের চক্রান্তের কারনে বেগম জিয়া আজও কারারুদ্ধ মন্তব্য করে ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান বলেন, বেগম জিয়া শুধু একজন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নন। ইতিহাসে যে কয়েকজন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। বেগম জিয়াকে মুক্ত করতে না পারলে গনতন্ত্র, ভোটাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও জাতীয় অখন্ডতা রক্ষা করা সম্ভব হবে না। তাই সকল দেশপ্রেমিক শক্তিকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করে জনগনের মুক্তি নিশ্চিত করতে হবে।

তিনি আজ (রোববার) দুপুরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ঢাকা উত্তর মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ঢাকা দক্ষিন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর, দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত, কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, যুবমিশন আহবায়ক ইমরুল কায়েস, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু এবং শহীদ জিয়া, মাওলানা মতীন সহ করোনায় মৃত্যুদের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button