দেশজুড়ে
ঘাটাইলে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে হামদর্দ ল্যাবরেটরিজ(ওয়াকফ) বাংলাদেশ এর সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগষ্ট রবিবার সকালে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হামর্দদ উপজেলা শাখা কার্যালয়ে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিঞা, হামর্দদ ঘাটাইল শাখার ব্যাবস্থাপক মোঃ মহব্বত হোসেন, চিকিৎসক হাকিম মোঃ মাসুদুর রহমান, সাংবাদিক আতা খন্দকার প্রমূখ। এ সময় শতাধিক অসহায় দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।