দেশজুড়ে

মহম্মদপুরে ঘুল্লিয়া দাখিল মাদ্রাসায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মতিন রহমান, মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (১৫ই আগষ্ট) জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে শোক দিবসটি উপলক্ষে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়।

সেই ধারাবাহিকতায় মহম্মদপুর ঘুল্লিয়া বহুমুখী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মোঃ সাকিবুল ইসলাম পিকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মোঃ লুৎফর শেখ, বাবলু শেখ, তালেব খান, মফিজার ফকির, নাসরিন সুলতানা প্রমুখ। উক্ত মাদ্রসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শোক-কে শক্তিতে পরিনত করার আহবান জানানো হয়। সেইসাথে জাতীয় শোক দিবসে সকল শাহাদাৎ বরণকারী শহীদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button