ঈশ্বরগঞ্জে শ্রদ্ধায় স্মরণে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উদযাপন
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ শ্রদ্ধায় স্মরণে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল থেকেই শুরু হয় নানা কর্মসূচি।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোর থেকেই জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, মোনাজাত ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটিকে স্মরণ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে ঈশ্বরগঞ্জ উপজেলার কনফারেন্স রুমে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বাঙ্গালীর সকল গর্ব ধুলোর সাথে মিশিয়ে দেয়। যে জাতি একদিন বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে বিজয়ী জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে, ৭৫-এর ১৫ই আগস্ট সেই জাতি জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে এক কলঙ্কময় অধ্যায় রচনা করলো। আমরা ধিক্কার জানায় সেই সব মির জাফর রুপি নর্দমার কিটদের।