জাতীয় শোক দিবসে গোপালপুর পল্লী বিদ্যুৎ উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে মহান নেতা ও তার পরিবারের সকল শহীদ সদস্যগণের রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ টাঙ্গাইলের গোপালপুর জোনাল অফিস কর্তৃক দুস্থ ও হতদরিদ্র মানুষ খুঁজে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সহায়তায় উপকরণ হিসেবে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল ও হাফ লিটার সয়াবিন তেল ইত্যাদি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে গোপালপুর উপজেলার ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয় ।
খাদ্য সহায়তা দুস্থ ও হতদরিদ্র খুঁজে বের করে বাড়ি বাড়ি পৌঁছে দেন গোপালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মুজিবুল হক, এসময় সঙ্গে ছিলেনগোপালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, আরো উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।