নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে (হিলি) নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাঁশমুড়ি গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে মরিয়ম (৪) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিরব (৩)।
শুক্রবার বিকেল ৩টায় উপজেলার আর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু খালাতো ভাইবোন।পরিবার ও স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মরিয়ম ও নিরব খালাতো ভাইবোন। শুক্রবার বিকালে তারা নানার বাড়ির পাশে পুকুরঘাটে খেলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে ডুবে যায়।
দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখেন। শিশু দুটিকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন তারা।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফন করতে দেওয়া হয়েছে।