দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে ছেলের মৃত্যু সংবাদ শুনে ৩ ঘন্টার মাথায় বাবার মৃত্যু !

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ছেলের মৃত্যু সংবাদ শুনে ৩ ঘন্টার মাথায় বাবার মৃত্যু হয়েছে।ধারণা করা হচ্ছে আকস্মিক ছেলের মৃত্যু খবর জানতে পেরে শোকে তিনিও মৃত্যুবরণ করেন।

শুক্রবার (১৩ আগষ্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের ভেলাজান শিহিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় স্ট্রোক ছেলে আইনুল হক (৩২) ও রাত সাড়ে আটটায় বাবা আবুল হোসেন (৭৫) মৃত্যুবরণ করেন।

স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা জানায়, এক সন্তানের জনক আইনুল হক বিকেলে ঘরে শুয়ে ছিলো, হঠাৎ তিনি বুকের ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।কর্মজীবনে তিনি ভেলাজান বাজারের মের্সাস আমিন মেডিকেল হল এ ডাঃ কছিম উদ্দিনের চেম্বারে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

আপরদিকে ছেলের মৃত্যু খবর শুনে হাটাচলা করতে না পারা শয্যাশায়ী পিতা আবুল হোসেন পুত্র বিয়োগের শোক সামলাতে না পেরে রাত ৮:৩০ মিনিটে নিজ বাড়িতে বিছানায় মৃত্যু বরণ করেন। পরিবারেরর সদস্যরা জানায় দীর্ঘদিন ধরে তিনি প্রতিবন্ধি হয়ে বিছানায় পড়েছিলেন। বাবা-ছেলের এই আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় বইছে শোকের ছায়া।

সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। খুবই বেদনাদায়ক ঘটনা। আল্লাহ তাদের পরিবারের এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button