ঠাকুরগাঁওয়ে ইভটিজিং এর দায়ে একজনের কারাদণ্ড

0
87

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ে ইভটিজিং এর দায়ে একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার(১২’ই আগষ্ট) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন এই রায় দেন।

জানাগেছে, পঞ্চগড় আটোয়ারী উপজেলার সাহপাড়ার শফিকুল ইসলামের ছেলে রেজাউল করিম ইজিবাইকে করে একজন মহিলা যাত্রী নিয়ে আসছিল। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার মনোরঞ্জন গ্রামে ইট ভাটার পাঁকা রাস্তার উপর ফাঁকা জায়গায় আসলে অটোচালক মহিলা যাত্রীকে কটুক্তি করে এবং শ্লীলতাহানির চেষ্টা করলে সেই মহিলা ইজিবাইক থেকে নেমে দৌড়ে আশেপাশের লোকজনকে জানালে তারা ইজিবাইক চালক রেজাউলকে আটক করে।

সেখানে উপস্থিত থাকা স্থানীয় ইউপি সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানলে তিনি তৎক্ষনাৎ সেখানে রুহিয়া থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে উপরোক্ত ঘটনা উদঘাটন করেন ও এসময় ভুক্তভোগী মহিলা ও স্থানীয় জনসাধারণের স্বাক্ষ্য গ্রহণ করেন। তিনি অভিযুক্তর স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে ইভটিজিং এর দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ -আল-মামুন জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।