নেত্রকোণায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচী
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার মহান স্তপতি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পরিষদ কার্যালয়ে ও বিভিন্ন ডাক বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিয়া আহমেদ সুমন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আল-আমিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আল-আমিন সাংবাদিকদের জানান, নেত্রকোনা জেলা পরিষদের অধীনে বিভিন্ন ডাক বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় শতাধিক ফলজ গাছের চারা রোপন করা হয়েছে।