কালীগঞ্জে চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আনার
মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবণের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
এসময় উপস্থিত ছিলেন, ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধরী, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মকলেছুর রহমান, সাবেক সভাপতি আক্কাচ আলী ও ডাক্তার আবু তালেব, শিমলা রোকনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এবং মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য নাজির উদ্দীন ও আব্দুল মান্নান, বিদ্যুৎসাহী সদস্য আব্দুস ছাত্তার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোরের দর্পন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টু, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মানিক ঘোষ ও আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ মোল্লা।
নির্মাণাধীন ভবনটির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। অনুষ্ঠান শেষ দোয়া পরিচালনা করেন মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান।